মোগলাবাজারে নাগরিক সংবর্ধনায় এমপি হাবিবমোগলাবাজারে নাগরিক সংবর্ধনায় এমপি হাবিব
দেশের প্রতিটি জনপদে সরকারের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রয়েছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৩, ৮:১৯:৪৯ অপরাহ্ন
ডাক ডেস্ক : দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত রোববার বিকেলে মোগলাবাজার পঞ্চগ্রাম এলাকাবাসীর উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়। বিশিষ্ট মুরুব্বি হাজী দুদু মিয়ার সভাপতিত্বে ও মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম আহমদ এর সঞ্চালনায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট সালেহ আহমদ হীরা, উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আলীম উদ্দিন ফয়ছল। শুরুতে পঞ্চগ্রামের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন শুয়েব আহমদ, মানপত্র পাঠ করেন দিলু মিয়া, বিশিষ্ট সমাজসেবী মতিউর রহমান মতছির।
সংবর্ধিত অতিথির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব এমপি বলেন, দেশের আর্থ সামাজিক উন্নয়নে বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপের ফলে সাধারণ মানুষের জীবনমান বৃদ্ধি পেয়েছে। দেশের প্রতিটি জনপদে সরকারের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রয়েছে। এই উন্নয়ন থেকে দক্ষিণ সুরমাও পিছিয়ে নেই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের গৃহীত চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে জনগণ আরো বেশি সুফল ভোগ করবেন। সরকারের সাফল্যের ধারা অব্যাহত রাখার জন্য সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সদরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক ডাঃ সুরঞ্জিত, যুবনেতা রাহাদুজ্জামান রাজা, নিরুপম চক্রবর্তী সুভ্র, সেলিম আহমদ মেম্বার, রুহুল ইসলাম তালুকদার মেম্বার, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিলাদ আহমদ মেম্বার, সাধারণ সম্পাদক মইনুল হক মেম্বার, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিলাজ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী হাজী নিমার আলী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগ লীগের অর্থ সম্পাদক ওমর ফারুক ফরহাদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা মন্জুর আলী, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এম জাবেদ আহমদ, যুবলীগ নেতা বদরুল আলম তুহিন, সিলেট ল কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আহাদ উজ্জ্বল, সিলেট জেলা ছাত্রলীগ নেতা আব্দুর রহমান, মহানগর ছাত্রলীগ নেতা জাবেদ আহমদ, আরমান আজাদ প্রমুখ।