প্রগতি উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৩, ৮:২১:০২ অপরাহ্ন
দক্ষিণ সুরমা উপজেলার বদিকোনাস্থ প্রগতি উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি- ২০২২ এর কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ৬ষ্ঠ শ্রেণি ২০২৩ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান গতকাল সোমবার বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইকবাল হোসেন আফাজ এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফার সঞ্চালনায় নবীন বরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সত্যব্রত রায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মোঃ শাহ আলম।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল বরণ আচার্য। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পৃথ্বী কুমার ঘোষ, শিক্ষক আব্দুল খালিক, ভানু চন্দ্র পাল। উপস্থিত ছিলেন জুবায়ের আহমদ, ফয়ছাল আহমদ, জীবন কৃষ্ণ সরকার, সেলিনা জাহান, অখিল দাস, লিপি সেন, ইমরান হোসেন ও ফাহিম আহমদ প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ। বিজ্ঞপ্তি