ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নে নির্বাচন ১৬ মার্চ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৩, ৬:৪০:২৭ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৬ মার্চ সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত সোমবার নির্বাচন কমিশনের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মো.আতিয়ার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, ফেঞ্চুগঞ্জ সদর, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ-ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে ফেঞ্চুগঞ্জ জুড়ে বইছে ভোটের আবহ। হাট-বাজার, পাড়া মহল্লায় নির্বাচনকে ঘিরে চলছে নানা জল্পনা কল্পনা।
স্থানীয় সরকারি (ইউনিয়ন পরিষদ) বিধিমালা অনুযায়ী সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার এসব ইউনিয়নের জন্য রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করেছেন। ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার এহসানুল কবীরকে ফেঞ্চুগঞ্জ সদর, মাইজগাঁও এবং ঘিলাছড়া ইউনিয়নের রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে । অপরদিকে উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার সাইদুর রহমান।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৯ ফেব্রুয়ারি, মনোনয়ন বাছাই ২০ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি, দায়েরকৃত আপিল নিষ্পত্তি ২৬ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৮ ফেব্রুয়ারি ও ১৬ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
২০১৮ সালের ২৯ মার্চ ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগের প্রকাশিত খসড়া অনুযায়ী উপজেলার ৫টি ইউনিয়নে ৯৪ হাজার ২৩৮ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ৪৮ হাজার ৩১৭ ও নারী ৪৫ হাজার ৯২১ জন। এছাড়া, এ বছরের ১৫ জানুয়ারি তারিখে প্রকাশিত ভোটার বেড়েছে আরও ৫ হাজার ৪৬৮ জন। এরমধ্যে ২ হাজার ৬৬৯ পুরুষ ও ২ হাজার ৭৯৯ জন নারী রয়েছেন।