সিলেটে ৪৫ দিন ব্যাপী ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
সরকার ইমাম-মুয়াজ্জিনদের প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলছে —–কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৩, ৬:৪৬:৩৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : ইমাম প্রশিক্ষণ একাডেমি ঢাকার উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান বলেছেন, ইসলামিক ফাউন্ডেশনের অধীনে দেশের সাতটি ইমাম প্রশিক্ষণ একাডেমির মাধ্যমে যুগোপযোগী প্রশিক্ষণ দিয়ে সরকার ইমাম-মুয়াজ্জিনদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলছে। সরকারি প্রশিক্ষণ নিয়ে তারা দ্বীনি কর্মকান্ডে নেতৃত্বদানের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। ফলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামরা যৌতুক, মাদক, বাল্যবিবাহ, নিরক্ষরতা ও সন্ত্রাসবিরোধী সচেতনতা সৃষ্টিতে প্রশংসনীয় ভূমিকা রাখছেন।
গতকাল মঙ্গলবার সিলেটের ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে সাত জেলার ইমামদের নিয়ে ৪৫ দিন ব্যাপী ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট বিভাগের চার জেলাসহ ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও কিশোরগঞ্জের নির্বাচিত ১০০ ইমাম এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও কম্পিউটার প্রশিক্ষক মুহাম্মদ মুবিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের ধর্মীয় প্রশিক্ষক মাওলানা জুবাইর আহমদ আল আজহারী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রশিক্ষণার্থী ইমাম মাওলানা আবদুশ শাকুর।
সভাপতির বক্তব্যে ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, বিগত ৪৪ বছর ধরে দেশের ইমামদেরকে নানা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছে ইমাম প্রশিক্ষণ একাডেমি। প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে ইমামরা আত্মকর্মসংস্থানের পাশাপাশি সামাজিক সমস্যা মোকাবেলায় অসামান্য ভূমিকা রাখছেন।