কর্মিসভায় ভোট চাইলেন সাত্তার : মঞ্চে ছিলেন আ’লীগের কেন্দ্রীয় নেতারা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৩, ৬:৫৬:১৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে বিএনপির বহিষ্কৃত নেতা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াকে ভোটের মাঠে জিতিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ। জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে কেন্দ্রীয় নেতারাও এসে উকিল সাত্তারের সমর্থনে দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করে তুলছেন।
নির্বাচনে উকিল সাত্তারকে বিজয়ী করতে গতকাল মঙ্গলবার বিকেলে সরাইল উপজেলায় কর্মিসভা করেছে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। উপজেলার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে আব্দুস সাত্তার সমর্থক গোষ্ঠীর ব্যানারে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও এ আসনের পাঁচবারের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন।
এতে সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. নাজমুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সহ সভাপতি মো. হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু প্রমুখ। সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।