মাধবপুরে রাস্তার পাশে জন্ম নেয়া শিশুর স্থান হয়েছে মা মনি নিবাসে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৩, ৬:৫৯:১১ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : মাধবপুরে মহাসড়ের পাশে মানসিক ভারসাম্যহীন নাম পরিচয় না জানা নারীর জন্ম দেয়া নবজাতক সমাজসেবা অধিদপ্তরের পরিচালনাধীন সিলেট মা মনি নিবাসে স্থান হয়েছে। শিশুর মাকে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুকল্যাণ বোর্ডের সিদ্ধান্তে সোমবার রাতে সিলেট পাঠানো হয়। নবজাতক ফুটফুটে ছেলে শিশুটিকে দত্তক নিতে চেয়েও পায়নি কয়েকজন দম্পতি। মাধবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২১ জানুয়ারি দুপুরে ঢাকা-সিলেট মহাসড়ের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় মানসিক ভারসাম্যহীন নারী প্রসব বেদনায় ছটফট করছিলেন। এ সময় একটি অনুষ্ঠান থেকে ইউএনও মনজুর আহসান মাধবপুরে ফিরছিলেন। বিষয়টি স্বাস্থ্য কর্মকর্তা এএইচএম ইশতাক মামুনকে জানালে তিনি সহ স্বাস্থ্য বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশেই নিরাপদ প্রসব করান।