দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৩, ৭:০০:৫০ অপরাহ্ন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুর রহমান ওরফে সাদির (৩৫) নামের এক যুবক মারা গেছেন। গত সোমবার সন্ধ্যায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উরুরগাঁও নিজ বাড়ি সংলগ্ন সেচ পাম্পের সংযোগ লাইন মেরামতকালে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের আব্দুল মোতালিবের ছেলে।
নিহতের ছোট ভাই বিল্লাল হোসেন জানান, যথারীতি বিদ্যুতের লোডশেডিং চলছিল। এ সময় বড় ভাই সাদির সেচ পাম্পের সংযোগলাইনের তার মেরামত করছিলেন। হঠাৎ বিদ্যুৎ চলে আসলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।