জগন্নাথপুরে বাগানে পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল যুবকের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৩, ৭:১৩:৫০ অপরাহ্ন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, কলকলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য খাশিলা গ্রামের জসিম উদ্দিনের মালিকানা মাছের খামারে কেয়ারটেকার হিসেবে কাজ করছিল একই গ্রামের আলকাছ মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৫)। প্রতিদিনের মতো সকালে কাজে গিয়ে কুল বাগানে পানি দিতে গিয়ে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।
ইউপি সদস্য মো. জসীম উদ্দিন মিন্টু বলেন, দীর্ঘদিন ধরে জুয়েল আমার ফিসারিতে কাজ করে আসছিল। বৈদ্যুতিক পানির মোটর চালাতে গিয়ে অসাবধানতাবশতঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে। তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছিল। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, লাশের সুরহতাহাল রিপোর্ট তৈরি করা হয়। পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।