সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে কারের চাপায় শিশু নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৩, ৩:৩৬:১৪ অপরাহ্ন
জাউয়া বাজার (ছাতক) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জাউয়া বাজার এলাকার রাউলী নামক স্থানে প্রাইভেট কারের চাপায় এক শিশু নিহত ও অপর ২ শিশু আহত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাইদ আহমদ (৬) ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের রাউলী গ্রামের প্রবাসী তফজ্জুল আলীর পুত্র। দুর্ঘটনায় আহত জান্নাত বেগম (৬) একই গ্রামের মোশাহিদ আলীর মেয়ে ও হুরাদ মিয়া (৮) ওই গ্রামের রমজান আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, নিহত তাইদ আহমদ এবং আহত জান্নাত বেগম ও হুরাদ মিয়া গতকাল বুধবার সকালে মসজিদের মক্তব থেকে আরবি পড়া শেষে বাড়ি ফিরছিল। পথে রাউলী ব্রীজের পূর্ব পাশে সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি প্রাইভেট কার শিশুদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাইদ আহমদের মৃত্যু হয়। স্থানীয় লোকজন জান্নাত বেগম ও হুরাদ মিয়াকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় প্রথমে কৈতক ২০ শয্যা হাসপাতালে ভর্তি করেন এবং পরে উন্নত চিকিৎসার্থে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তাদের মধ্যে জান্নাত বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। প্রাইভেট কারটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
কৈতক ২০ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আইনুন নাহার শান্তা শিশু তাইদ আহমদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল বুধবার বাদ যোহর তাইদ আহমদের নামাজে জানাজা শেষে তার লাশ দাফন করা হয়েছে। জয়কলস হাইওয়ে পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা এ দুর্ঘটনার বিষয়টি অবগত নন বলে জানান।