সভাপতি খেজুর, সম্পাদক লিটন
দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৩, ৩:৫৬:৪১ অপরাহ্ন

ডাক ডেস্ক : সাংবাদিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও দিরাই’র সকল সংবাদ কর্মীদের উপস্থিতিতে ২০২৩ সালের জন্য এক বছর মেয়াদি দিরাই প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে দিরাই পৌরশহরের জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে প্রেসক্লাবের আহবায়ক সুয়েব হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব মুজাহিদুল ইসলাম সর্দারের পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রাইম রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি, দৈনিক যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদক নেসারুল হক খোকন, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, সাংবাদিক শাহজাহান চৌধুরী, এহিয়া চৌধুরী।
উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে সামছুল ইসলাম সরদার খেজুরকে সভাপতি ও জিয়াউর রহমান লিটনকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে সহসভাপতি সুয়েব হাসান, শাহজাহান মাহমুদ হেলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দার, সৈদুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন জুসেফ, দপ্তর সম্পাদক রুম্মান আহমদ, তথ্য ও প্রকাশনা সম্পাদক হিল্লোল পুরকায়স্থ। নির্বাহী সদস্য ইমরান হোসাইন, আবু হানিফ চৌধুরী, মোশাহিদ সর্দার, এহিয়া চৌধুরী ও সালমান মিয়া। সাধারণ সদস্য শামসুল আলম, একে কুদরত পাশা, তোফায়েল আহমদ, রুহুল আমিন, মুক্তার হোসেন, দীপংকর বণিক দিপু, আক্তার সাদিক, মহিবুর রহমান, জীবন সূত্রধর, শাহজাহান সিরাজ, মোস্তাহাব মিয়া, সুমন মিয়া, বদরুদ্দোজান। আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরী (মরণোত্তর) বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, দীপক চৌধুরী, নেছারুল হক খোকন, মেয়র বিশ্বজিৎ রায়, হাবিবুর রহমান তালুকদার (মরণোত্তর), টিপু সুলতান (মরণোত্তর), কাউসার চৌধুরী, শাহজাহান চৌধুরী, রুদ্র মিজান, মনোয়ার জাহান চৌধুরী (লন্ডন), আবুল হোসাইন (লন্ডন)।