সিলেট মডেল স্কুলে পিঠা উৎসব
পিঠা-পুলির সঙ্গে মিশে আছে আবহমান বাংলার সংস্কৃতি —-মুহিবুর রহমান মানিক এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৩, ৪:০৬:১৬ অপরাহ্ন
ডাক ডেস্ক : সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য, সরকারি প্রতিষ্ঠান ও পরিকল্পনা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, পিঠা শুধু লোকজ খাদ্য নয়, এটা বাংলা ও বাঙালির লোকজ ঐতিহ্য। এই ঐতিহ্যের সঙ্গে মিশে আছে আবহমান বাংলার সংস্কৃতি। আধুনিকতার ছোঁয়ায় পারিবারিক ও সমাজজীবন থেকে পিঠা তৈরির প্রচলন হ্রাস পাচ্ছে। আমাদের এই ঐতিহ্য ধরে রাখতে নতুন প্রজন্মকে পিঠার সাথে পরিচয় করাতে হবে।
গতকাল বুধবার সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজে দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল কাশেম। প্রভাষক করম আলী এর পবিত্র কোরআন তেলাওয়াত ও শর্মা চৌধুরীর গীতা পাঠের মধ্য দিয়ে এবং প্রভাষক আবু তাহের এর সঞ্চালনায় সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলে পরিচালক প্রফেসর মোঃ আব্দুল মান্নান খান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর প্রতীক অধ্যক্ষ মোঃ ইদ্রিস আলী, রাজনীতিবিদ আফজাল হোসেন, প্রভাষক একেএম মনিরুল ইসলাম। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ডাঃ দিদার চৌধুরী, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এর শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সিলেট দি এইডেড হাইস্কুল এর প্রধান শিক্ষক শমসের আলী, কাউন্সিলর তাপস চৌধুরী, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লা আহমদ, রাজনীতিবিদ পীর মোহাম্মদ আলী মিলন, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মোবারক আলী প্রমুখ।
সিলেট নগরের বালুচর এলাকায় কলেজ মাঠে ৩৯ প্রকারের বাহারী পিঠা নিয়ে ১৩ স্টল বসে। বিদ্যালয়ের ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা পিঠা উৎসব প্রতিযোগিতায় স্টল দিয়ে অংশ নেন।অনুষ্ঠানে ধামাইল, দেশাত্মবোধক গান পরিবেশন ও নৃত্য প্রদর্শন করেন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সেরা পিঠার তিনটি স্টলকে পুরস্কার প্রধান করেন অতিথিবৃন্দ।