জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে সরস্বতী পূজা উদযাপন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৩, ৯:০১:১৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : প্রতিবছরের ন্যায় এবারও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে সরস্বতী পূজার আয়োজন করা হয়। এ বছর ক্যাম্পাসে দু’টি মন্ডপে পূজার আয়োজন করা হয়। মন্ডপ দু’টি হচ্ছে- জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের উদ্যোগে একটি এবং অপরটি বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের উদ্যোগে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এর পর পূজা আরম্ভ হয় সকাল ৯টায়, পূষ্পাঞ্জলি অর্পণ হয় সকাল ১০টায়, প্রসাদ বিতরণ করা হয় দুপুর ১টায় এবং সন্ধ্যা ৬টায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সরস্বতী পূজা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী।
জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. তারেক আজাদ এবং রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের ট্রেজারার ও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের গভর্নিং বডির সদস্য আব্দুল হাই।
এছাড়াও পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।