প্রতিষ্ঠার ৪৫ বছর পর তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৩, ৯:০৬:৩৪ অপরাহ্ন

তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হাওরবেষ্টিত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার দীর্ঘ ৪৫ বছর পর সিজারিয়ান পদ্ধতিতে প্রথম নবজাতকের জন্ম হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রথমবারের মতো এই হাসপাতালে সিজার করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, ১৯৭৮ সালে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়। ২০২২ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫১ শয্যায় উন্নীত হয়। এর পর বিভিন্ন সময় নানা উদ্যোগ নিলেও সিজার করার সুযোগ তৈরি হয়নি। গত বুধবার সরেজমিনে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন আহমেদ হোসেন। পরিদর্শনকালে একজন গর্ভবর্তী রোগী হাসপাতালে ভর্তি হলে সিজারের উদ্যোগ নেন সিভিল সার্জন।
উপজেলা সদর ইউনিয়নের বীরনগর গ্রামের মোশাহিদ মিয়ার স্ত্রী শাপলা বেগম সিজারের মাধ্যমে প্রথমবারের মতো কন্যা সন্তানের জন্ম দেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা সিভিল সার্জনের নেতৃত্বে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ জন চিকিৎসকের সহায়তায় সিজারের মাধ্যমে তাদের কন্যাসন্তানের জন্ম হয়। নবজাতক ও তার মা সুস্থ রয়েছেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা জানান, ‘সিভিল সার্জন স্যারের উদ্যোগে হাসপাতালে প্রথমবারের মতো সিজারের মাধ্যমে সন্তান প্রসব হয়েছে’। মা ও নবজাতক সুস্থ রয়েছে। তবে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি কনসালটেন্ট নিয়োজিত থাকলে এখন থেকে গর্ভবতী মায়েরা প্রয়োজনে নিয়মিত সিজার করতে পারবেন বলেও জানান।
হাসপাতালে সিজারিয়ান পদ্ধতি চালু হওয়ায় নবজাতক সন্তান ও তার পরিবারকে অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুলসহ উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ।