দুর্নীতি-লুটপাট-দুঃশাসনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন: বাসদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৩, ৯:০৯:৫৩ অপরাহ্ন
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার ২য় সম্মেলন আগামীকাল শনিবার। সম্মেলন সফল করার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কাজীটুলা এলাকায় গণসংযোগ করা হয়। গণসংযোগে নেতৃত্ব দেন বাসদ জেলার সমন্বয়ক আবু জাফর, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, শ্রমিক নেতা মনজুর আহমদ, জাবেদ আহমদ, শহিদ মিয়া, মামুন বেপারি, নজির আহমদ, মহসিন মিয়া, ছাত্র ফ্রন্টের বিশ্বজিৎ নন্দী প্রমুখ।
গণসংযোগে নেতৃবৃন্দ বলেন, দেশে আজ শ্রমিকদের ন্যায্য মজুরি নেই, বেকারদের কাজ নেই। কৃষক পাচ্ছে না ফসলের ন্যায্য দাম অথচ মাথাপিছু আয় বেড়ে যাওয়ার গল্প বলা হচ্ছে। নেতৃবৃন্দ নগরীর যানজট-জলাবদ্ধতা-বিশুদ্ধ পানির সংকট ও মশা নিধনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি