দীর্ঘ লাইনেও টিকেট না পেয়ে ফিরে গেছেন ভক্তরা
বিপিএল এর সিলেট পর্বের পর্দা উঠছে আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৩, ৯:১৩:৩৪ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লীগ-বিপিএল এর সিলেট পর্বের পর্দা উঠছে আজ শুক্রবার। স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স এর ম্যাচের মধ্যে মাঠে গড়াচ্ছে বিপিএল সিলেট পর্ব। বিপিএলকে কেন্দ্র করে সিলেটের ক্রিকেটপ্রেমিদের মধ্যে চলছে উন্মাদনা। সিলেট স্ট্রাইকার্স এর পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন সমর্থকরা।
এদিকে, গতকাল বৃহস্পতিবার টিকেট বিক্রি শুরু হলেও দীর্ঘ লাইনে দাঁড়িয়েও টিকেট না পেয়ে অনেকে হতাশ হয়ে ফিরে গেছেন। ক্ষোভ প্রকাশ করে টিকেটের জন্য মিছিল করেন ভক্ত-অনুরাগীরা। এসময় তারা টিকেট কালোবাজারির অভিযোগ করেন।
বিপিএল’র আগের আসরগুলোতে তেমন একটা সুবিধা করতে না পারলেও এবার সিলেটের দল সিলেট স্ট্রাইকার্স মাশরাফির নেতৃত্বে বেশ ভালো খেলছে। পয়েন্ট টেবিলের উপরের দিকে সিলেট স্ট্রাইকার্স। বিপিএলের ইতিহাসে এর আগে সিলেটের কোনো দল এমন সাফল্য পায়নি। ৭ ম্যাচ খেলে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে বিপিএল পয়েন্ট তালিকার শীর্ষে আছে স্ট্রাইকার্স। এমন পারফরমেন্সের কারণে এবারের বিপিএল নিয়ে সিলেটে চলছে অন্যরকম উন্মাদনা। বৃহস্পতিবার টিকিট বিক্রির প্রথম দিনে সেই উন্মাদনারই বহিঃপ্রকাশ দেখছেন সিলেটবাসী। টিকেট বিক্রি করা হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও জেলা স্টেডিয়ামের মূল গেটের বুথে। সংশ্লিষ্টরা জানান, ম্যাচের দিন ও এর আগের দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত প্রতি বুথে টিকিট পাওয়া যাবে। কিন্তু প্রথম দিনই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকেট না পেয়ে হতাশ হয়ে ফিরতে হয়েছে অনেককে।
২০০, ৩০০ বা ৫০০ টাকার টিকিট না পেয়ে হাহাকার করা তরুণদের কয়েকজন বললেন, কাউন্টারে টিকেট পাওয়া যাচ্ছে না। কিন্তু দালালরা ২০০টাকার টিকেট ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি করছে। জানা গেছে, বিসিবি নির্ধারিত প্রতি ম্যাচের সর্বনিম্ন ২০০ টাকা করে রাখা হয়েছে ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রিন হিল এরিয়ার টিকিট। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা। এ ছাড়া ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম ৩০০ টাকা, ক্লাব হাউজের টিকিট মিলবে ৫০০ টাকায়। একভক্ত জানান, সিলেট স্ট্রাইকার্সের ম্যাচের টিকেটের জন্য এসেছিলেন। কিন্তু টিকেট না পেয়ে শনিবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশালের ম্যাচের টিকেট কিনেছেন।
গতকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে এক প্রশ্নের উত্তরে সিলেট স্ট্রাইকার্স এর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানান, সিলেটের দর্শকেরা তাদের দলটাকে যেভাবে চাচ্ছিল, সেভাবে হয়তো এখন পর্যন্ত পেয়েছে। এটা দলের জন্য যেমন আনন্দের, ঠিক তেমনি দর্শকদের জন্যও। আমরাও চেষ্টা করব আমাদের কমিটমেন্ট রাখতে। খেলার কথা তো বলা যায় না, আমরা চেষ্টা করব শতভাগ কমিটমেন্ট রাখতে।’ আজ শুক্রবার দুপুর আড়াইটায় স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হবে সিলেট পর্বের খেলা। সন্ধ্যা ৭টায় ফরচুন বরিশালের বিপক্ষে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পরদিন দুপুর দেড়টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট স্টাইকার্স খেলবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর বিপক্ষে। ২৯ তারিখ রাখা হয়েছে বিরতি। ৩০ তারিখের দুপুর দেড়টায় রংপুর রাইডার্স মুখোমুখি হবে ঢাকা ডমিনেটর্সের। সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট স্টাইকার্স এর প্রতিপক্ষ খুলনা টাইগার্স। ৩১ জানুয়ারি সিলেট পর্বের শেষ দিন দুপুরে ঢাকা ডমিনেটর্সের প্রতিপক্ষ সাকিব আল হাসানের বরিশাল। সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেলবে খুলনা টাইগার্সের বিপক্ষে।