জৈন্তাপুর সীমান্ত থেকে ২০টি ছাগল জব্ধ করেছে বিজিবি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৩, ৯:২২:০৫ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের ১৯ বিজিবি’র জৈন্তাপুর রাজবাড়ী ক্যাম্পের অভিযানে ২০টি ছাগল জব্ধ করা হয়েছে । গত বুধবার দিবাগত রাত ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের গোয়াবাড়ী ১২৮৪ আন্তর্জাতিক পিলার এলাকা থেকে ভারতীয় ২০টি বড় সাইজের হরিয়ানা (পাঠা) ছাগল জব্দ করা হয়।
এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ছাগল ফেলে ভারত সীমান্তে পালিয়ে যায়।
নাম প্রকাশ না করার শর্তে জৈন্তাপুর রাজবাড়ী ক্যাম্পের জনৈক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্ধকৃত ছাগল কাষ্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।