বানিয়াচংয়ে ধানক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৩, ৯:২৫:৫৭ অপরাহ্ন
বানিয়াচং (হবিগঞ্জ) থেকে সংবাদদাতা : হবিগঞ্জের বানিয়াচংয়ে ধানক্ষেত থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সকালে কদুপুর গ্রাম থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত শিশুর নাম বিলাল (৯)। সে বানিয়াচং উপজেলার নোয়াগাঁও গ্রামের ঈমান উদ্দিন ওরফে গয়বুল্লাহর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ২৫ জানুয়ারি রাতে কদুপুর বাজারে ওয়াজ মাহফিল শুনতে গিয়ে রাতে আর বাড়ি ফেরেনি বিলাল। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে সন্ধান করেও শিশুটির কোনো খোঁজ পায়নি। পরে গতকাল সকাল ৮টায় কদুপুর গ্রামের একটি ধানক্ষেতে মরদেহ পাওয়া যায়। পরিবারের লোকজন খবর পেয়ে এসে শিশুটির লাশ শনাক্ত করে থানা পুলিশকে খবর দেয়।
বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব বলেন, ‘শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের আগেই মৃত্যুর কারণ বলা যাবে না। আমরা বিষয়টি তদন্ত করছি।’