জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়ের ওয়াশ ব্লকের উদ্বোধন করলেন জেলা পরিষদ চেয়ারম্যান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৩, ৯:২৮:৫১ অপরাহ্ন
কানাইঘাট উপজেলার সাতবাক ইউনিয়নের জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ছাত্র-ছাত্রীদের পৃথক ওয়াশ ব্লক উদ্বোধন করেছেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়াশ ব্লক উদ্বোধন শেষে বিদ্যালয় হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, এক দশক আগে সাতবাক ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা ছিল ভয়াবহ। দশ বছর আগে এই ইউনিয়নের অনেক এলাকায় গাড়ি নিয়ে আসার কথা চিন্তা কেউ করতে পারেননি। অথচ, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর প্রায় সবগুলো রাস্তা পাকা করায় যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। আওয়ামী লীগ সরকারের নানামুখী উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, এ শিক্ষা প্রতিষ্ঠানে ভবনের সংকট ছিল। গত তিন বছরের মধ্যে কয়েকটি নতুন ভবন নির্মাণ করায় আজ এ অঞ্চলের ছেলে মেয়েরা সাচ্ছন্দে লেখাপড়া করতে পারছে। তিনি জেলা পরিষদের মাধ্যমে এ বিদ্যালয়ে বাঙ্গালির ভাষা আন্দোলনের স্মারক শহীদ মিনার নির্মাণের আশ্বাস দেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমদ পলাশের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বির আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান, জেলা পরিষদ সদস্য সুষমা সুলতানা রোহী, খসরুল হক, মো. নাসির উদ্দিন, আব্দুল হামিদ, এডভোকেট গিয়াস উদ্দিন, মাওলানা মোসাদ্দেক আহমদ, ইফজাল আহমদ চৌধুরী, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমদ ও নাজমুল ইসলাম হারুন, সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাউন্সিলর বিলাল আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল হক প্রমুখ। সভায় বিদ্যালয়ের পক্ষ থেকে জেলা পরিষদ চেয়ারম্যানকে স্মারক সম্মাননা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি