দেশের আর্থসামাজিক উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার গুরুত্ব অপরিসীম …..মুহিবুর রহমান মানিক এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৩, ৯:৩০:৫৯ অপরাহ্ন

জাউয়া বাজার (ছাতক) থেকে নিজস্ব সংবাদদাতা : ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য, সরকারী প্রতিষ্ঠান ও পরিবার কল্যাণ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, বর্তমান সরকার মানবসম্পদকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার ওপর গুরুত্বারোপ করেছে। দেশের আর্থসামাজিক উন্নয়ন ও বেকারত্ব দূর করতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার গুরুত্ব অপরিসীম। দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে পারলে দেশের উন্নয়ন কেউ দাবিয়ে রাখতে পারবে না।
গতকাল বৃহস্পতিবার সকালে ছাতকের পাইগাঁও উচ্চ বিদ্যালয়ে চার তলা বিশিষ্ট নব নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন শেষে বিদ্যালয় মাঠে সমাবেশে এসব কথা বলেন। ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থার আলোকে শেখ রাসেল স্কুল অব ফিউচার এর মাধ্যমে আধুনিক শিক্ষার সুযোগ সুবিধা সম্বলিত এই ভবনটি নির্মাণ করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শামসুল আরেফিন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, জাউয়া বাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিশংকর ভৌমিক, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. আফজাল হোসেন, সমতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দীন, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া ও আলহাজ্ব নুরুল ইসলাম, জাউয়া বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধান শিক্ষক আবদুল মুকিত শহিদ, গনিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, পাইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজ্বী মর্তুজা আলী, আওয়ামী লীগ নেতা আসক উদ্দিন, প্রভাষক গৌছুল হক নাঈম, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক দিপন কুমার তালুকদার, সিনিয়র শিক্ষক মুজিবুর রহমান,নুরুল আমিন প্রমুখ।
ছাতক উপজেলা ইউ আর সি আই মো. মোস্তফা আহসান হাবীবের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হেনা।