কেমুসাস’র বার্ষিক সাধারণ সভা
জ্ঞানভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় গ্রহণের আহবান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৩, ৯:৩৩:৪৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : জ্ঞানভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় গ্রহণের আহবান জানানোর মধ্য দিয়ে দেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৮৬ বর্ষের বার্ষিক সাধারণ সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সাহিত্য সংসদের নিজস্ব মিলনায়তন শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংসদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী।
সভায় সংসদের ২০২৩ সনের ৭২ লাখ টাকার প্রস্তাবিত বাজেট এবং ২০২২ সনের ৪১ লাখ টাকার আয়-ব্যয়ের হিসাব, বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন এবং সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন পাঠ ও অনুমোদন করা হয়।
সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদনে সংসদের সাধারণ সম্পাদক আবদুল হামিদ মানিক সংসদের কার্যক্রম পরিচালনায় সকল মহলের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে উল্লেখ করে বলেন, নানা প্রতিকূলতার ও অনেক সীমাবদ্ধতার মধ্যে আমরা সংসদের কার্যক্রম পরিচালনা করেছি। সকল প্রত্যাশা পূরণ সম্ভব হয়নি, তবে একথা বলবো আলোকিত সমাজ গঠনে আমাদের আন্তরিকতার ঘাটতি ছিলো না। আমার বিশ^াস সংসদের নতুন নেতৃত্ব সংসদকে আরো গতিময়, আরো প্রাণবন্ত করে তুলবে।
সাহিত্য সংসদের সহ সাধারণ সম্পাদক সৈয়দ মবনু ও কার্যকরী পরিষদ সদস্য এডভোকেট আবদুল মুকিত অপির সঞ্চালনায় সভায় সংসদের আয়-ব্যয়ের হিসাব, অডিট রিপোর্ট পেশ করেন সংসদের কোষাধ্যক্ষ এডভোকেট আবদুস সাদেক লিপন, শোক প্রস্তাব পাঠ করেন সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ জাফর ইকবাল। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বার্ষিক সাধারণ সভার কার্যক্রমের সূচনা করা হয়। জাতীয় সংগীত পরিবেশনে নেতৃত্ব প্রদান করেন শিল্পী মাসুম বিল্লাহ।
বার্ষিক সাধারণ সভায় পঠিত সাধারণ সম্পাদকের রিপোর্ট, আয়-ব্যয়ের হিসাব ইত্যাদি নিয়ে আলোচনায় অংশ নেন কামাল আহমদ, এখলাসুর রহমান, মো. দেলোয়ার হোসেন, মাওলানা খলিলুর রহমান, মোহাম্মদ নজমুল ইসলাম, সাজ্জাদুর রহমান, শামসীর হারুনুর রশীদ, ইমদাদুল হক নোমানী, মোহাম্মদ রুহেল এডভোকেট, আবদুল মঈদ চৌধুরী, এম. এ. মালেক চৌধুরী, ডা. আবদুস সালাম, ইশরাক জাহান জেলী, আতাউর রহমান বঙ্গী, তাসলিমা খানম বীথি, আবদুল কাদির জীবন, মোহাম্মদ আবদুর রশীদ, আবদুল মোমিন চৌধুরী, জাবের আহমদ চৌধুরী, মোহাম্মদ দুলাল হোসেন, রুহুল আমিন নগরী, আবদুল বাসিত বাসন, সৈয়দ মুলতাজিম আলী বখতিয়ার, মো. আবদুল মালিক, ডা. শামসুন নূর মানব, আমিনা শহিদ চৌধুরী মান্না, অধ্যাপক মোহাম্মদ ফজলুল হক, ডা. লোকমান হাকিম, ড. মোহাম্মদ দিদার চৌধুরী, মাওলানা তাজুল ইসলাম হাসান প্রমুখ।
সভায় সাধারণ সম্পাদকের জবাবি বক্তব্য প্রদান করেন সংসদের সহসাধারণ সম্পাদক সৈয়দ মবনু এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সংসদের নবনির্বাচিত সভাপতি এম.এ. করিম চৌধুরী, সহসভাপতি অধ্যক্ষ কালাম আজাদ, সহসভাপতি অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী। সভায় সংসদের ২০২৩-২০২৪ সেশনের নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
সভার দ্বিতীয় পর্বে প্রখ্যাত লেখক, রাজনীতিবিদ, সমাজসংস্কারক, ভাষাসৈনিক দেওয়ান আহবাব চৌধুরী বিদ্যাবিনোদ (এমএলএ)’র স্মৃতিরক্ষায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রবর্তিত ‘কেমুসাস দেওয়ান আহবাব স্বর্ণপদক-২০২৩’-এ বিশিষ্ট লেখক-সংগঠক কবি রাগিব হোসেন চৌধুরীকে ভূষিত করা হয়। পদক ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব সেলিম আউয়ালের সঞ্চালনায় সভায় পদক কমিটির সভাপতি হারুনুজ্জামান চৌধুরী, পদকের স্পনসর সলিসিটর দেওয়ান মাহদী বক্তব্য রাখেন।
সভাপতির সমাপনী বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী বলেন, আমাদের সমৃদ্ধি-অগ্রগতির জন্যে জ্ঞানের চর্চা আবশ্যক। জ্ঞানচর্চা আমাদেরকে আলোকিত সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা প্রদান করবে।