জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৩, ৯:৩৮:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ দারুল আমান ট্রাস্ট পরিচালিত জামিয়াতুল উলুমিল ইসলামিয়া সিলেট এর নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরতলীর শাহপরান উপশহরে মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
দারুল আমান ট্রাস্টের সহ-সভাপতি ও আর্ক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনতাসির আলী জানান, প্রতিষ্ঠানটির জন্য ৪৬ শতক ভূমি বরাদ্দ দিয়েছে আর্ক। ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত একতলা ভবনে প্রাথমিকভাবে ২৫টি কক্ষ নির্মিত হবে। পরবর্তীতে এ ভূমিতে ৬ তলাবিশিষ্ট ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে তাদের। বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সিলেবাস অনুসরণ করে প্রতিষ্ঠানটি পরিচালিত হবে। আরবি ও কোরআন-হাদীসের শিক্ষার প্রতি জোর দেয়া হবে। পাশাপাশি আধুনিক শিক্ষার সাথে সমন্বয় রেখে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের পাঠদান করা হবে।
তিনি জানান, গত মে মাস থেকে শাহপরান উপহরে ভাড়া করা বাড়িতে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে সেখানে দাওরায়ে হাদীস, মিশকাত ও হিফজ বিভাগের পাঠদান করা হচ্ছে। পরবর্তীতে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শাখা চালুর পরিকল্পনা রয়েছে তাদের। বেফাক-এর সাবেক মহাপরিচালক শায়খুল হাদীস মাওলানা জুবায়ের আহমদ চৌধুরীর তত্বাবধানে মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে বলে জানান তিনি।
এদিকে, গতকাল বৃহস্পতিবার আয়োজিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ট্রাস্টের সহ-সভাপতি মুহাম্মদ মুনতাসির আলী ছাড়াও ম্যানেজিং ট্রাস্টি নেহাল আহমদ, ট্রাস্টি দিলওয়ার হোসাইন, মো: শামছুল ইসলাম, মাওলানা শামছুদ্দিন, মুহাম্মদ ইলিয়াছ, হাফিজ মাওলানা নুরুজ্জামান, মোহাম্মদ সিরাজুল