সিলেটে বর্ণিল আয়োজনে ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস পালিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৩, ৯:৪১:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বর্ণিল আয়োজনে গতকাল বৃহস্পতিবার সিলেটে ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশন অফিস সিলেটের উদ্যোগে সন্ধ্যারাতে নগরীর দরগা গেইটস্থ একটি অভিজাত হোটেলে মিট টুগেদার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিদের শুভেচ্ছা জানান সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জয়সওয়াল ও তার সহধর্মিণী নীতা জয়সওয়াল।
স্বাগত বক্তব্যে নিরাজ কুমার জয়সওয়াল ভারত ও বাংলাদেশের বন্ধুত্বের নানা দিক তুলে ধরে এই বন্ধুত্ব আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংসদ সদস্য শাহনেয়াজ মিলাদ গাজী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডাঃ জামাল উদ্দিন ভূঁঞা ও রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, এসএমপি’র কমিশনার নিশারুল আরিফ, সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ রানা, বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির আহমদ, আওয়ামী লীগ নেতা এডভোকেট শাহ মোশাহিদ আলী, বিজিত চৌধুরী, নাজনীন হোসেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক সিলেটের ডাক এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ^াস সমর, বিটিভি’র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আইনুল ইসলাম বাবলু ও বিটিভি’র সিলেট প্রতিনিধি মুক্তাদীর আহমদ মুক্তা, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিটি কাউন্সিলর রেজাউল হাসান লোদী কয়েস, জিল্লুর রহমান উজ্জ্বল ও রাশেদ আহমদ, আওয়ামী লীগ নেতা এডভোকেট প্রদীপ ভট্টাচার্য, স্বেচ্ছাসেবক লীগের সুব্রত পুরকায়স্থ, প্রবীণ কর আইনজীবী মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত ও সাধারণ সম্পাদক চন্দন দাশ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনুল ইসলাম চৌধুরী লিটন ও নীলাঞ্জনা জুঁই, সাংবাদিক ছামির মাহমুদ, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট শাখার সাবেক সভাপতি মোঃ আব্দুল বাতিন ফয়সল প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও আইনজীবী নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দফায় দফায় ফটো সেশন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯৫০ সালের ২৬ জানুয়ারি সকাল ১০টা ১৮ মিনিটে ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল। তারপর থেকে প্রতি বছর ২৬ জানুয়ারি আড়ম্বরপূর্ণভাবে পালিত হয় প্রজাতন্ত্র দিবস।এবারও এর ব্যতিক্রম হয়নি।