চট্টগ্রাম কে হারিয়ে শীর্ষে বরিশাল
গ্যালারি ভর্তি দর্শকদের হতাশ করে সিলেটের হার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৩, ৭:৫৭:১২ অপরাহ্ন
স্পোর্র্টস রিপোর্টার : এবারের বিপিএলে শুরু থেকেই চমক দেখিয়ে আসছিল সিলেট স্ট্রাইকার্স। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে সিলেট স্ট্রাইকার্স ছিলো পয়েন্ট টেবিলের শীর্ষে। সিলেটের ক্রীড়ামোদি ও ক্রিকেটপ্রেমীদের তাই প্রত্যাশাও ছিলো আকাশচুম্বী। কানায় কানায়পূর্ণ লাক্কাতুরায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি সিলেট স্ট্রাইকার্সের জার্সির গোলাপি রং ধারণ করে। রংপুর রাইডার্সের একটি ব্যানার ছাড়া পুরো গ্যালারি ছিল গোলাপি। গ্যালারি ভর্তি দর্শকের চিৎকারে কেঁপেছে স্টেডিয়াম। কিন্তু নিজেদের মাঠে এসেই যেন খেই হারিছে মাশরাফি বিন মর্তুজার দল। সিলেট পর্বের প্রথম ম্যাচেই সিলেটের হারে হতাশ হয়েছেন উচ্ছ্বুসিত দর্শক-সমর্থক। নিজেদের মাঠে প্রথম ম্যাচে রংপুরের কাছে ৬ উইকেটে হেরেছে সিলেট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল শুক্রবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্স। টস হেরে আগে ব্যাটিংয়ে নামে স্বাগতিক সিলেট। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ে মাশরাফিরা। প্রথম ওভারেই ২ রান করে আজমত উল্লাহর বলে আউট হন ওপেনার টম মুরস। পরের ওভারে মেহেদীর বলে বাউন্ডারি লাইনে শোয়েবের ক্যাচে পরিণত হন শান্ত। করেন ৯ রান। তৌহিদ হৃদয়ও ওমরজাইর বলে শাফল করে খেলতে গিয়ে এলবিডব্লিউ হন। সিলেট বড় ধাক্কাটা খায় মুশফিকের বিদায়ে। চতুর্থ ওভারে হৃদয়কে আউট করার পরের বলেই মুশফিককে বোল্ড করেন ওমরজাই। আরেক টপ অর্ডার ব্যাটসম্যান জাকির হাসান দুর্দান্ত স্টাম্পিংয়ের শিকার হয়ে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন।। জাকিরের বিদায়ে পাওয়ার প্লেতে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ ৫ উইকেট হারায় সিলেট, দলের রান তখন মাত্র ১৬।
রংপুরের দুই ফাস্ট বোলার হারিস রউফ ও হাসান মাহমুদ এসে তাদের প্রথম ওভারে সিলেটের শেষ দুই স্বীকৃত ব্যাটসম্যান থিসারা পেরেরা ও ইমাদ ওয়াসিমকে আউট করেন। সিলেট তখন বিপিএলের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার শঙ্কায়। সেটি দূর করেন তানজিম। মাশরাফির সঙ্গে ৪২ বল খেলে ৪৮ রান যোগ করেন তিনি। হাসানের ইয়র্কারে বোল্ড হওয়ার আগে তানজিমের ব্যাট থেকে এসেছে ৩৬ বলে ৫টি চার ও ২টি ছক্কায় আসে ৪১ রান। মাশরাফি ২১ বলে ২১ রান করেন। আর তাতেই পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে ৯২ করে সিলেট। যা ১৫.৪ ওভারে ৬ উইকেট হাতে রেখে টপকে যায় রংপুর। ১৭ রানের মধ্যেই তিন উইকেট হারানো রংপুরকে আগলে রাখেন রনি তালুকদার। রনি শেষ অবধি অপরাজিত থেকে ১ চার ও ২ ছক্কায় ৩৭ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন। শেষদিকে ১৩ বলে ১৮ রান করে তাকে সঙ্গ দেন মোহাম্মদ নাওয়াজ। এদিকে, সন্ধ্যা সাড়ে ৬টায় দিনের দ্বিতীয় খেলায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৩ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করে চট্টগ্রাম। পরে জবাব দিতে পনমে ৪ বল আগেই জয় পায় বরিশাল। এই জয়ে সিলেট স্ট্রাইকার্সকে টপকে ৮ ম্যাচে ৬ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে সাকিব আল হাসানের দল বরিশাল।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্স খেলবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর বিপক্ষে। এর পূর্বে দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে মোকাবেল করবে খুলনা টাইগার্স।