ওসমানী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় পররাষ্ট্রমন্ত্রী
বৃহত্তর সিলেটবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৩, ৮:০০:৫৪ অপরাহ্ন
ডা. এসএম আসাদুজ্জামান জুয়েল:
পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, দেশের দরিদ্র মানুষ স্বাস্থ্যসেবার জন্য সরকারি হাসপাতালের ওপর নির্ভরশীল। তাই চিকিৎসকদের কর্মক্ষেত্রে রোগীদের প্রতি মানবিক আবেগ থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য খাতের প্রতি সব সময় নজর রাখেন বলে উল্লেখ করেন।
পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি বলেন, বৃহত্তর সিলেটের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-৩ ইউনিট এ অঞ্চলের মানুষের বিশেষ করে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে মূল্যবান অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মন্ত্রী হাসপাতাল সব সময় পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।
তিনি গতকাল শুক্রবার দুপুরে ওসমানী হাসপাতালের আইসিইউ-৩ ও এনসিডি ইউনিট এবং ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ নামক কর্ণার উদ্বোধন শেষে পুরাতন ভবনের সম্মেলন কক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ৮ম সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী হাসপাতালটির উপর চাপ কমাতে এবং সিলেটবাসীর স্বাস্থ্যসেবার বিস্তৃতি ঘটাতে ওসমানী হাসপাতালের জন্য জমি অধিগ্রহণের কাজ দ্রুত শুরুর নির্দেশনা দেন। তিনি বলেন, এটি সম্প্রসারণ হলে সিলেটবাসীর স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরো সহজ হবে। চিকিৎসার জন্য আর বিদেশে যেতে হবে না। এতে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে তেমনি মানুষের জীবনও অনেক সুরক্ষিত হবে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. ময়নুল হক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী প্রমুখ। সভায় ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প দ্রুত গতিতে এগিয়ে চলছে। এর মধ্যে নতুন ভবনের দশম তলায় স্থাপিত হয়েছে আধুনিক স্বাস্থ্যসেবা সমৃদ্ধ আইসিইউ-৩ ইউনিট, একই ভবনের চতুর্থ তলায় এনসিডি কর্ণার এবং পুরাতন ভবনের প্রশাসনিক ব্লকে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ নামক কর্ণার স্থাপিত হয়েছে।