বিশ্বনাথ শহরে শিক্ষকের বাসায় ডাকাতির চেষ্টা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৩, ৮:০৪:০৯ অপরাহ্ন
বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : বিশ্বনাথে নাজমুল ইসলাম নামে এক শিক্ষকের বাসায় ডাকাতির চেষ্টা হয়েছে। অবশ্য, উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। গত বৃহস্পতিবার ভোর রাতে পৌরশহরের নতুন বাজারের পশ্চিম জানাইয়া রহমান ভিলায় এ ঘটনা ঘটে।
রামসুন্দর সরকারি অগ্রগামি মডেল উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষক পশ্চিম জানাইয়া রহমান ভিলায় থাকেন। গত বৃহস্পতিবার ভোররাতে লাল মুখোশ পরা ৭-৮ জনের ডাকাত দল বাসার প্রধান ও কলাপসিবল গেটের পৃথক দুটি বড় বড় তালা ভেঙে বারান্দায় প্রবেশ করে। এসময় ডাকাতদলের তিনজন বাসার ভেতরে এবং চার-পাঁচজন বাইরে অবস্থান নেয়। তালা ভাঙার শব্দে তাদের ঘুম ভেঙে যায় এবং জানালা দিয়ে দেখতে পান, ডাকাত দল বাসার বারান্দায় প্রবেশ করে দরজা ভাঙার চেষ্টা করছে। তাৎক্ষণিক তিনি পুলিশকে মোবাইল ফোনে বিষয়টি জানান।
খবর পেয়ে বিশ্বনাথ থানার ওসিসহ এক দল পুলিশ সাইরেন বাজিয়ে বাসায় পৌঁছার আগেই ডাকাত দল পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুখোশ ও সিগারেটের প্যাকেট উদ্ধার করেছে।
এ প্রসঙ্গে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজি আতাউর রহমান বলেন, পুলিশী তৎপরতার কারণে ডাকাতরা পালিয়েছে। তবে, ডাকাতদের ধরতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।