শাবিপ্রবির সোনালী ব্যাংকে চুরি করতে আসা যুবক গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৩, ৮:০৪:৫৪ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সোনালী ব্যাংক শাখায় চুরি করতে গিয়ে আটক হয়েছেন জালাল আহমদ নামের এক যুবক। তবে এ সময় তার সঙ্গে আসা অপর চারজন পালিয়ে গেছে। আটক যুবকের বাড়ি বিশ্ববিদ্যালয় সংলগ্ন ডলিয়া গ্রামে। গতকাল শুক্রবার দুপুরে সোনালী ব্যাংক শাবিপ্রবি শাখার ম্যানেজার মো. দিলশাদ আলী বিষয়টি নিশ্চিত করেন।
ম্যানেজার মো. দিলশাদ আলী জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাতে ব্যাংকে চুরি করতে এসে আনসার সদস্যরা এক যুবককে আটক করেছে। খবর শুনে দ্রুত চলে আসি। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা বলেন, বিশ্ববিদ্যালয়ের সোনালী ব্যাংকে চুরির অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। পরে তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিয়ে আসা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।