কুলাউড়ায় অর্ধশতাধিক ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৩, ৮:০৫:৪০ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া থানাপুলিশের মাদকবিরোধী অভিযানে অর্ধশতাধিক ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার কাদিপুর ইউনিয়নের মো. গৌছ আলীর ছেলে মো. কামাল মিয়া (২৬) ও একই ইউনিয়নের মো. কুদ্দুছ আলীর ছেলে মো. সোহাগ মিয়া (১৯)।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, এসআই বিদ্যুৎ পুরকায়স্থ সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গোপন তথ্যের ভিত্তিতে মুসলিম এইড কমিউনিটি হাসপাতালের সামনে থেকে ৫২ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটককৃতদের গতকাল শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।