খালেদা জিয়ার মুচলেকার দাবি ভিত্তিহীন : ফখরুল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৩, ৮:০৭:৫০ অপরাহ্ন
ডাক ডেস্ক : রাজনীতি করবেন না এমন মুচলেকা দিয়ে বেগম জিয়া মুক্ত হয়েছেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের এমন দাবি বেজলেস (ভিত্তিহীন), মিথ্যা অপপ্রচার, অপকৌশল বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল শুক্রবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চ এবং বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বাসায় নেওয়ার জন্য তার ভাই ও বোন প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন। খালেদা জিয়া রাজনীতি করবেন না, এমন মুচলেকা দেওয়া হয়েছে। তার ভিত্তিতে তাকে বাসায় নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে শেখ সেলিমের এমন দাবির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপির মহাসচিব বলেন, এটা পুরোপুরিভাবে ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট একটা কথা। উনি (শেখ সেলিম) একটা কথা তৈরি করে ফেললেন, আর সেটা হয়ে গেল।
লিয়াজোঁ কমিটির বৈঠক প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, চলমান আন্দোলনকে সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা আলোচনা করেছি। এ ক্ষেত্রে আগের কর্মসূচিগুলো পর্যালোচনার পাশাপাশি পরবর্তী কর্মসূচি নির্ধারণেও আলোচনা হয়েছে।
এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, সরকার এবং তাদের এজেন্টরা চলমান গণতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করার জন্য নানাভাবে চেষ্টা করছে। জনগণকে আরও ঐক্যবদ্ধ করা এবং এই সরকারকে হটানোই আমাদের লক্ষ্য। এর বাইরে আমাদের আর কোনো চিন্তা নাই।