পাঠ্যবইয়ের অধিকাংশ ভুল ১০ বছর আগের : শিক্ষামন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৩, ৮:০৯:৩৯ অপরাহ্ন
ডাক ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পাঠ্যবইয়ে যেসব ভুল আছে তার অধিকাংশই ১০ বছর আগের ভুল।
তিনি বলেন, বর্তমানে পাঠ্যবইয়ে যদি কোনো ভুল থাকে, সেটা অনিচ্ছাকৃত। আর যদি কেউ ইচ্ছাকৃত ভুল করে, সেজন্য আমরা তদন্ত কমিটি করেছি। আমরা ভুলগুলো সংশোধন করছি।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ব্র্যাকের ৫০ বছর পূর্তি উপলক্ষে চাঁদপুরের ডাকাতিয়া নদীতে ভাসমান শিক্ষা কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন দীপু মনি।
তিনি বলেন, আমাদের নতুন শিক্ষা কার্যক্রমে নানারকম আনন্দদায়ক শিক্ষাব্যবস্থা যুক্ত করেছি। যেন কোনো শিশু শিক্ষা বঞ্চিত না থাকে। এখন থেকে যেসব শিশু স্কুলে যেতে চাইবে না তাদের কাছে স্কুল চলে যাবে। তারই একটি কার্যক্রম ব্র্যাকের এই জ্ঞানের নৌকা। এতে আছে- বিজ্ঞান তরী, গণিত তরী ও মূল্যবোধ তরী নামের ৩টি ভাসমান নৌযান।