দেশের উন্নয়নে আ’লীগ সরকারের বিকল্প নেই —– হাবিবুর রহমান এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৩, ৮:১৩:৫৭ অপরাহ্ন
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, জনগণ ও দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই। আওয়ামী লীগ সরকার মুখে যা বলে, তা বাস্তবায়ন করে দেখায়।
গতকাল শুক্রবার দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের ইনাতআলীপুরে বড় খালের উপর প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লাইলা নিরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আহমদ, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিক মিয়া, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, উপজেলা যুবলীগ নেতা মনসুর আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ আহমদ, সাংগঠনিক সম্পাদক এম জাবেদ আহমদ, ছাত্রলীগ নেতা আব্দুর রহমান, আরমান আজাদ প্রমুখ।-বিজ্ঞপ্তি