জেলা বিএনপির প্রতিনিধি সভা
সরকার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে ———————– কাইয়ুম চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৩, ৮:২৪:১৩ অপরাহ্ন
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৪ ফেব্রুয়ারি সিলেট বিভাগীয় বিক্ষোভ সমাবেশ সফল করতে সিলেট জেলা বিএনপির জরুরি প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘সরকার জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই। তাই তারা লাগামহীন দুর্নীতির মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। ভয়াবহ লুটপাট, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এই সংকট থেকে দেশকে বাঁচাতে হলে চলমান সকল আন্দোলন কর্মসূচি সফল করে এই সরকারকে বিদায় দিতে হবে।’
সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদের সঞ্চালনায় প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য ফখরুল ইসলাম ফারুক, ইশতিয়াক সিদ্দিকী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, জেলা বিএনপি নেতা ইকবাল বাহার চৌধুরী, কামরুল হাসান শাহীন, তাজরুল ইসলাম তাজুল, আনোয়ার হোসেন মানিক, মামুনুর রশীদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দীন, আবুল কাশেম, আব্দুর রশীদ, এসটিএম ফখরউদ্দীন, মুশিকুর রহমান মুহি, ওহিদুজ্জামান চৌধুরী সুফি, নুরুল ইসলাম বুলবুল, মাহবুব আলম, আহমদ রেজা, মাসুক আহমদ, গৌছ আলী, এডভোকেট সাঈদ আহমদ, জাহেদ আহমদ, জেলা মহিলা দল সভাপতি সালেহা কবীর সেপী, জেলা যুবদল সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, জেলা জাসাস আহবায়ক অধ্যক্ষ নিজাম উদ্দীন তরফদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, শ্রমিকদল সভাপতি সুরমান আলী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, জেলা জাসাসের সদস্য সচিব রায়হান এইচ খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকবৃন্দের মধ্যে লিলু মিয়া, আলী আকবর, জসীম উদ্দীন, আব্দুল হাফিজ, নজরুল ইসলাম, সরোয়ার হোসেন, শরীফুল হক, আব্দুল্লাহ মিছবাহ, নজরুল ইসলাম, শিব্বির আহমদ রনি, জেলা বিএনপি নেতা অর্জুন ঘোষ, এডভোকেট মোস্তাক আহমদ, আহাদ চৌধুরী শামীম, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতিবৃন্দের মধ্যে আব্দুল মতিন, হেলালুজ্জামান হেলাল, আব্দুল খালিক, আব্দুল লতিফ খান, লুৎফুর রহমান, মাহতাব আহমদ,আব্দুল আহাদ, আব্দুল খালিক, আক্তার হোসেন রাজু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদকবৃন্দের মধ্যে মাহবুবুর রহমান, তোফায়েল আহমদ, আমিন উদ্দীন, মোনায়েম খান, জামিল চৌধুরী। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকবৃন্দের মধ্যে আকবর আলী, দুলাল আহমদ, খসরুজ্জামান, দেলোয়ার হোসেন, ইন্তাজ আলী, সাইফুল ইসলাম সেফুল, শাহীন আলম জয়, সালেহ আহমদ, মাহবুবুর রহমান, রায়হান আহমদ, আব্দুর রহমান খালেদ প্রমুখ।
নগরীতে গণসংযোগ
এদিকে, ৪ ফেব্রুয়ারি সিলেট বিভাগীয় বিক্ষোভ সমাবেশ সফল করতে নগরীতে প্রচারপত্র বিলি করেছে জেলা বিএনপি। জেলা সভাপতি কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে এসব প্রচারপত্র বিলি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপি নেতা এডভোকেট আশিক উদ্দিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপি নেতা ফখরুল ইসলাম ফারুক, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, ইকবাল বাহার চৌধুরী, তাজরুল ইসলাম তাজুল, আবুল কাশেম, এডভোকেট সাইদ আহমদ, এডভোকেট আল আসলাম মুমিন, শাকিল মুর্শেদ, অর্জুন ঘোষ, এডভোকেট মোস্তাক আহমদ, বুরহান আহমদ, আহাদ চৌধুরী শামীম, ইসলাম উদ্দীন, কয়সর আহমদ, নাজিম উদ্দীন পান্না, সুহেল ইবনে রাজা,শাহীন আলম জয়,আফজাল হোসেন, মিজানুর রহমান প্রমুখ।-বিজ্ঞপ্তি