আমাদেরকে খেলাধুলার চর্চা ফিরিয়ে আনতে হবে ——————এমপি মোকাব্বির খান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৩, ৮:২৬:৩৫ অপরাহ্ন
ওসমানীনগর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : ওসমানীনগর উপজেলার তাজপুর মঙ্গলচন্ডি নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও তাজপুর ইউনিয়ন একাদশ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান বলেন, এক সময় বাংলাদেশের প্রতিটি গ্রামে ফুটবল খেলা অনুষ্ঠিত হতো। ফুটবল খেলার আমেজ বিরাজ করতো ছোট থেকে বড় সবার মধ্যে। বর্তমানে তা আর তেমনটা দেখা যায় না। আমাদেরকে খেলাধুলার চর্চা ফিরিয়ে আনতে হবে। ফুটবল জগতে ব্যারিস্টার সাইদুল হক সুমন নব দিগন্তেরর সুচনা করেছেন।
প্রীতি ম্যাচ খেলায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তাজপুর ইউনিয়ন একাদশকে ২-১ গোলে হারিয়ে বিজয় লাভ করে। খেলা শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক। ধারাভাষ্যকার জুয়েল আহমদ নুর ও আলী হোসেন রানার উপস্থাপনায় বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ (ভিপি), ব্যারিস্টার সাইদুল হক সুমন, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আনহার মিয়া, ভাইস চেয়ারম্যান আনা মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, আওয়ামীলীগ নেতা সায়ীদ আহমদ বহলুল প্রমুখ।