বিশ্বনাথে কবি সাঈদ এর গণসংবর্ধনা আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৩, ৮:৪৫:২৯ অপরাহ্ন
ডাক ডেস্ক : কবি সাইদুর রহমান সাঈদকে গণসংবর্ধনা দেয়া হবে আজ শনিবার। সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে বেলা দুইটায়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি ও গবেষক ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযোদ্ধা গবেষক সাংবাদিক আল আজাদ এবং সিলেট সাহিত্য পরিষদ সভাপতি কবি পুলিন রায়। অনুষ্ঠানের কবি সাইদুর রহমানের লেখা গবেষণাগ্রন্থ্ ‘মুক্তিযুদ্ধে বিশ্বনাথ’ ও তাঁকে নিয়ে একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে। এতে গুণগ্রাহীদের উপস্থিতি কামনা করেছেন সংবর্ধনা পরিষদের পক্ষ থেকে আহ্বায়ক আবদুল মুমিন মামুন এবং সদস্য সচিব কবির আহমদ।