সংঘর্ষের জেরে জুড়িতে তিন ঘণ্টা সড়ক অবরোধ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৩, ৮:৪৬:৩২ অপরাহ্ন
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা : জুড়ী উপজেলার সাগরনাল চা বাগানে ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন এবং চা শ্রমিকদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ৩ জন। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে। এ ঘটনার জের ধরে গতকাল শুক্রবার জুড়ী-ফুলতলা সড়কের সাগরনাল চৌমুহনী ও কলাবাড়ি বাজারে টানা ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা। পরে পুলিশ, স্থানীয় চেয়ারম্যান ও শ্রমিক নেতৃবৃন্দের মধ্যস্থতায় অবরোধ তুলে নেয়া হয়।
জানা যায়, ঘটনার দিন সাগরনাল চা বাগানের সাপ্তাহিক (ছুটি) বাজার ছিল। বাজার শেষে মালামাল নিয়ে জুড়ীতে ফিরছিল একটি ট্রাক। এসময় ড্রাইভার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাগানের মার্কেটে ধাক্কা দিলে ২ টি দোকানের বেশ কিছু অংশ ভেঙে যায় এবং একটি সেলুনের পাকা দেওয়ালে ফাটল ধরে। এই সময় বাগানের শ্রমিকরা গাড়িটি আটক করলে চালক এবং শ্রমিকদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের শুরু হয়। জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন জানান, অবরোধ তুলে নেয়া হয়েছে। আজ শনিবার এ নিয়ে আবার বৈঠক হবে।