জামানতবিহীন সম্ভাবনাময় এসএমই উদ্যোক্তাদের ঋণের বিপরীতে গ্যারান্টি সুবিধা প্রদান করবে বিবি ———ডেপুটি গভর্নর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৩, ৯:০১:৪৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ, কে, এম সাজেদুর রহমান খান বলেছেন, জামানতের অভাবে প্রান্তিক পর্যায়ে অনেক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী জামানতের অভাবে ঋণ সুবিধা গ্রহণ করতে পারে না। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্ট জামানতবিহীন সম্ভাবনাময় এসএমই উদ্যোক্তাদের ঋণের বিপরীতে গ্যারান্টি সুবিধা প্রদান করবে।
সিলেটে আয়োজিত বিশেষ সচেতনতা ও দক্ষতা বিষয়ক দুই দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ের ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্ট এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের যৌথ উদ্যোগে কৃষি ও এসএমই ঋণ বিতরণ এবং ক্রেডিট গ্যারান্টি স্কিম বিষয়ক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জল্লারপাড়স্থ সিলেট গ্র্যান্ড প্যালেসে গতকাল শুক্রবার দু’দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ, কে, এম সাজেদুর রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক মোহাম্মদ মামুনুল হক।
প্রধান অতিথি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাসহ সর্বোপরি মহান ত্যাগের বিনিময়ে অর্জিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এসএমই ও কৃষি খাতের গুরুত্ব অপরিসীম।
অনুষ্ঠানের প্রথম দিন ২৭ জানুয়ারী সিলেট অঞ্চলের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাবৃন্দ, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক, মৎস্য চাষি, দুগ্ধ খামারি এবং ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত উদ্যোক্তাগণ ঋণ গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার বিষয়ে তাদের মতামত তুলে ধরেন ও এসব ক্ষেত্রে বাংলাদশে ব্যাংকের গৃহীত উদ্যোগ ও বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে জানতে চান । ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত বিভিন্ন সুবিধার বিষয়ে তাদেরকে অবহিতকরণের পাশাপাশি তাদের প্রশ্নের উত্তর প্রদান করেন এবং তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। তাছাড়া এসএমই ও কৃষি ঋণ গ্রহণে গ্রাহকরা যে সকল প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন, সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
প্রধান অতিথি আরো বলেন, বাংলাদেশ ইতোমধ্যেই উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করছে এবং উন্নয়নশীল দেশের কাতারভুক্ত হওয়ার জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছে। উন্নয়নের এ ধারা গতিশীল রাখার জন্য বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ, এসএমই ও ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্ট এবং সংশ্লিষ্ট অন্যান্য বিভাগ হতে ধারাবাহিকভাবে প্রণোদনা প্যাকেজ ও পুনঃঅর্থায়ন স্কিম গঠনসহ বিভিন্ন নীতি সহায়তা প্রদান করছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্ট, এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট এবং কৃষি ঋণ বিভাগের কর্মকর্তাগণ স্ব-স্ব বিভাগ কর্তৃক গঠিত বিভিন্ন প্রকার প্রণোদনা প্যাকেজ ও পুনঃঅর্থায়ন স্কিমসহ এসএমই ও কৃষি খাতের উন্নয়নে গৃহীত বাংলাদেশ ব্যাংকের কর্মকান্ডের সার-সংক্ষেপ উপস্থাপন করা হয়।