জাবেদ সভাপতি সিতাংশু সম্পাদক নির্বাচিত
বিবি অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল নির্বাচন সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৩, ৯:০৪:৪৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, সিলেট এর দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ, সহ-সভাপতি পদে অতিরিক্ত পরিচালক মোঃ সাইফুল আলম ও যুগ্ম পরিচালক মোঃ আব্দুল হাফিজ ও সম্পাদক পদে যুগ্ম পরিচালক সিতাংশু শেখর রায়সহ ১১ সদস্যের সকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন যুগ্ম সম্পাদক পদে উপ-পরিচালক অমিত্র সূদন পাল, অর্থ সম্পাদক পদে সহকারী পরিচালক সঞ্জয় দেব সজীব, নির্বাহী সদস্য যুগ্ম পরিচালক শাহ মোঃ আশরাফ সিদ্দিকী, উপ পরিচালক কাজী মোঃ করিমুজ্জামান, মোঃ দেলওয়ার হোসেন, সহকারী পরিচালক (প্রকৌ) কাজী মেহেদী হাসান মিম ও আদনান সাকিব। প্রধান নির্বাচন কমিশনার অতিরিক্ত পরিচালক সৈয়দ শোয়েবুর রহমান এবং নির্বাচন কমিশনার যুগ্ম পরিচালক মোঃ গোলাম মাহমুদ চৌধুরী ও রেবা রাণী রায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয়।