সিলেটে সড়কে প্রাণ ঝরলো ৫ জনের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৩, ৮:১৩:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শ্রীমঙ্গলে ২ জন এবং ছাতক, দোয়ারাবাজার ও মাধবপুরে আরো ৩ জনের মৃত্যু হয়েছে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট :
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, শ্রীমঙ্গলে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে সিএনজি অটোরিক্সার চালকসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজির অপর এক যাত্রী। গতকাল শনিবার দুপুরে ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের সখিনা সিএনজি স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শহরের সাগরদিঘী সড়কের জমজম ফার্মেসির স্বত্বাধিকারী ও উপজেলার ভূনবীর ইউনিয়নের সরকার বাজার এলাকার দুদু মিয়ার পুত্র সালাহ উদ্দিন (৩৫) এবং সিএনজি অটোরিকশা চালক একই ইউনিয়নের শাসন গ্রামের রমজান আলীর পুত্র আলী আকবর (৩৪)।
জানা যায়, উপজেলার ভূনবীর এলাকা থেকে আসা শ্রীমঙ্গলগামী সিএনজি চালিত অটোরিক্সা শহরতলীর হবিগঞ্জ রোডস্থ সখিনা রি-ফুয়েলিং অ্যান্ড ফিলিং স্টেশনের পাশে আসামাত্র বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় স্থানীয়রা সিএনজির চালকসহ যাত্রীদের উদ্ধার করে ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে মৌলভীবাজারে প্রেরণ করা হয়। অন্যজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মৌলভীবাজার হাসপাতালের জরুরি বিভাগে গুরুতর আহত দু’জনকে নিয়ে গেলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এর কিছুক্ষণ পরই সিএনজি চালক মারা যান।
অপরদিকে, সিলেট মেডিকেলে পৌঁছার আগেই সালাহ উদ্দিন মারা যান বলে নিহতদের স্বজনরা নিশ্চিত করেন।
শ্রীমঙ্গল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মো. রাকিব-বিন ইসলাম জানান, সকাল বেলা প্রচুর কুয়াশা ছিল। আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং দুমড়েমুচড়ে যাওয়া সিএনজটি আমাদের ফাঁড়িতে নিয়ে আসি। অনেক চেষ্টা করেও অন্য গাড়িটিকে আমরা আটক করতে পারিনি। তবে চেষ্টা অব্যাহত আছে।
ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, ছাতকে সুরমা ব্রিজে পিক-আপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন সায়েম আহমদ (২৮)। তিনি ছাতক শহরের কুমনা এলাকার আবুল হোসেনের পুত্র। গতকাল শনিবার সন্ধ্যায় ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, বেপরোয়া ভাবে দু’ট পিক-আপ ভ্যান সারিবদ্ধ হয়ে ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় একটি পিক-আপ ভ্যানের ধাক্কায় পথচারী সায়েম আহমদ সড়কের উপর লুটিয়ে পড়েন। এতে তার মাথা সহ শরীরের বিভিন্ন অংশ থেতলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে ছাতক হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০ টার সময় তিনি মৃত্যুবরণ করেন। ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাইনুল জাকির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ধাওয়া করে এলাকার লোকজন সুরমা ব্রিজের টোল প্লাজায় পিক-আপ ভ্যান দু’টি আটক করেছেন। ঘাতক পিক-আপ ভ্যানের চালক পালিয়ে গেছে। অপর পিক-আপ ভ্যানের চালক মোবারক হোসেন তানভীরকে পুলিশ আটক করেছে। সে দোয়ারাবাজার উপজেলার জলসী গ্রামের আব্দুল ওদুদের পুত্র।
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, সুনামগঞ্জের দোয়ারাবাজারে মোটরসাইকেল থেকে সিটকে পড়ে দিলারা বেগম (৪০) নামে এক মহিলা মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন পারুল বেগম (৩৫) নামে আরেক মহিলা। নিহত দিলারা বেগম উপজেলার সুরমা ইউনিয়নের রাজনগর গ্রামের জাকির হোসেনের স্ত্রী এবং আহত পারুল বেগম পার্শ্ববর্তী গিরিশনগর গ্রামের মনির হোসেনের স্ত্রী। গত শুক্রবার দুপুরে দোয়ারা সদর ইউনিয়নের টেবলাই এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় শান্তিপুর মোড় থেকে গন্তব্যস্থল টেবলাই এলাকায় পৌঁছামাত্র ভাড়ায় চালিত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে পড়ে দুর্ঘটনা কবলিত হয়। এসময় মহিলা যাত্রী দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার্থে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যায় দিলারা বেগম মৃত্যুর কোলে ঢলে পড়েন।
দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর জানান, দুর্ঘটনার খবর তারা পেয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় আফছার উদ্দিন (৩২) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নাজির আহমেদ নামে আরো একজন। তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আফছার উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফুলপুর গ্রামের মৃত আলাউদ্দিনের পুত্র।
মাধবপুর থানার (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, আফসার উদ্দিন চট্টগ্রাম আনসার কার্যালয়ে কর্মরত ছিলেন বলে জানা গেছে। ওই সময় নোয়াপাড়ায় ট্রেনের টিকেট কেটে মোটরসাইকেল যোগে ফেরার পথে মুক্তিযোদ্ধা চত্বরে দুর্ঘটনার কবলে পড়ে তারা আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহত আফসার উদ্দিন দুই কন্যা সন্তানের জনক।