লাখাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৩, ৮:৫২:৩৬ অপরাহ্ন
লাখাই (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের লাখাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নদীর বেড়িবাঁধ মেরামতে নিয়োজিত এক শ্রমিক নিহত হয়েছেন।
গতকাল শনিবার বিকেলে উপজেলার কাটাইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক খোকন মিয়া (৩০) কাটাইয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।
লাখাই থানার পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম জানান, খোকন মিয়া কাটাইয়া এলাকায় খোয়াই নদীর বাঁধ মেরামত কাজে নিয়োজিত শ্রমিকদের দলনেতা। কাজ করার সময় বাঁধের উপর দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনে জড়িয়ে পড়েন তিনি। পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর অবস্থায় তাকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।