কামাল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৩, ৮:৫৭:৩০ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আ ফ ম কামালের খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। গতকাল শনিবার দুপুরে সিলেট মহানগর ৭, ৮ ও ৯নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নগরীর মদীনা মার্কেট পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
৯নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে ৭নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এ এস এম সায়েম, ৮নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিনহাজ পাঠান ও ৯নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল বকস’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মহানগর ছাত্রদল নেতা আনাস মাহফুজ।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী, এমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুব কাদির শাহী, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এ কে এম তারেক কালাম, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, ৫নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদিকুর রহমান সাদিক, মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহফুজুল করিম জেহিন, ৮নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সবুর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন চেয়ারম্যান, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু আহমদ আনসারী, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য এমদাদুল হক স্বপন, উসমান গনি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হাসিম জাকারিয়া, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি তোফায়েল আহমদ, ৯নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খান সজিব, ৮নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ খান, যুবদল নেতা জুবেদ আমিরী, ৮নম্বর ওয়ার্ড যুবদলের আহবায়ক আজাদুর রহমান আজাদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম আলাল, মদন মোহন কলেজ ছাত্রদলের আহবায়ক মুক্তার আহমদ, সদর উপজেলা ছাত্রদল নেতা এস এম সায়েম, ৮নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা ইব্রাহিম আহমদ মনির প্রমুখ।-বিজ্ঞপ্তি