ভার্থখলা জামেয়ার ২ দিনব্যাপী মহাসম্মেলনের উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৩, ৮:৫৮:১৪ অপরাহ্ন
জামেয়া নূরিয়া ইসলামিয়া ভার্থখলা মাদ্রাসার দুই দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় জামেয়ার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ মজদুদ্দীন আহমদের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়খুল মাশায়িখ আল্লামা আব্দুল মতিন বিন হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়খুল হাদিস মুফতি রশিদুর রহমান ফারুক।
সম্মেলনের ১ম দিনে সিলেট বিভাগ ভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা দুটি গ্রুপে অনুষ্ঠিত হয় এবং বিজয়ী প্রতিযোগীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। বিজ্ঞপ্তি