সিলেট থেকে চুরি হওয়া মোটরসাইকেল ওসমানীনগরে উদ্ধার, আটক ১
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৩, ৯:০৭:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ সিলেট নগরীর কাজিরবাজার জামে মসজিদের ফটকের সামনে থেকে গত ২০ জানুয়ারি শেখঘাট এলাকার বাসিন্দা মুজাক্কির আহমদের একটি লাল-কালো রঙের হিরো গ্লামার মোটরসাইকেল (১২৫ সিসি) চুরি হয়। চুরির ৩ দিনের মাথায় ওসমানীনগর উপজেলা থেকে ওই মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি আটক করা হয়েছে চুরির সাথে জড়িত বাচ্চু মিয়াকে। সে দক্ষিণ সুরমার কাজীরখলায় গোলাম আলীর কলোনির বতর্মান বাসিন্দা। গতকাল শনিবার পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয় ওসমানীনগর থানার পুলিশ গত ২২ জানুয়ারি দিবাগত রাত ৩টার দিকে অভিযান পরিচালনা করে ওসমানীনগর থানার দয়ামীর ইউনিয়নের অন্তর্গত চক আতাউল্লাহ গ্রাম থেকে বাচ্চু মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে আটক করে এবং চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করে। হবিগঞ্জের বাসিন্দা বাচ্চু মিয়া বর্তমানে দক্ষিণ সুরমার কাজীরখলায় গোলাম আলীর কলোনির ভাড়াটে হিসেবে থাকেন। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।