দিরাইয়ে যুবলীগের সমাবেশ
শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে —— আলহাজ্ব মতিউর রহমান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৩, ৯:১১:২২ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা : সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশে এখন উন্নয়নের জোয়ার বইছে। মানুষ এখন স্বপ্নের পদ্মা সেতু থেকে শুরু করে মেট্রোরেল, উড়াল সেতুসহ যাত্রীবাহী সকল উন্নত যানবাহন ব্যবহার করছে। দেশের মাটিতে বিদেশের সকল সুবিধা উপভোগ করতে সক্ষম হচ্ছে জনগণ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই বাংলাদেশের জনগণ এখন বহির্বিশ্বের ন্যায় উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারছে।
গতকাল শনিবার বেলা ২টায় দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়ের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগ নেতা রুবেল সর্দার ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়ার যৌথ সঞ্চালনায় আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের ১০ম বারের মতো দলের সভানেত্রী নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে দিরাই উপজেলা যুবলীগ এ সমাবেশের আয়োজন করে।
আলহাজ্ব মতিউর রহমান আরও বলেন, সারাদেশের উন্নয়নের সাথে দিরাই শাল্লার জনগণকে শামিল করতে হবে।
আগামী নির্বাচনে তার জন্মভূমিতে কাক্সিক্ষত উন্নয়ন ও ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গড়তে দিরাই – শাল্লা আসনে নির্বাচন করার ঘোষণা দিয়ে আলহাজ্ব মতিউর রহমান বলেন, অতীতে তিনবার দলীয় মনোনয়ন পেলেও জোটের স্বার্থে সুরঞ্জিত সেনগুপ্তকে সমর্থন দিয়ে নির্বাচন করিনি।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট বলেন, সারা দেশ যখন উন্নয়নের জোয়ারে ভাসছে তখন দিরাই-শাল্লায় চলছে পরিবারতন্ত্রের রাজনীতি। আওয়ামী লীগের ত্যাগী নেতাদের দলের পদ-পদবী থেকে বঞ্চিত রেখে দলীয় কোন্দল সৃষ্টি করা হচ্ছে। বিএনপি-জামায়াতের দোসরদের নিয়ে আওয়ামী লীগকে ধ্বংসের দিকে নিতে চাইছে দলে থাকা স্বার্থান্বেষী কিছু নেতা কর্মীরা। আজ থেকে দিরাই – শাল্লার জনগণ ঐক্যবদ্ধ। প্রকৃত আওয়ামী লীগারদের নিয়ে সরকারের উন্নয়ন গতিশীল রাখতে হবে।
আওয়ামী লীগের মাধ্যমে উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আলহাজ্ব মতিউর রহমানকে দিরাই – শাল্লার এমপি হিসেবে জনগণ দেখতে চায় বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামিম, শাল্লা উপজেলার সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট অবনী মোহন দাস, সৈয়দ আবুল কাশেম, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট সোহেল আহমদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোশাররফ মিয়া, শান্তিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান হাজী আবুল কালাম, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, সুনামগঞ্জ আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এডভোকেট আজাদুল ইসলাম রতন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, জেলা পরিষদের সদস্য রায়হান মিয়া, আওয়ামী লীগ নেতা আরিফ হোসেন চৌধুরী ইয়াহিয়া, দিরাই পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সারওয়ার হোসেন, যুবলীগ নেতা মকসদ আলম, কৃষকলীগের সভাপতি তাজুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি হাইয়ুম মিয়া, আওয়ামী লীগ নেতা গোলাপ মিয়া, বিশ্ব রায় বিষু, ডা. আল মামুন, সাবেক কাউন্সিলর সোহেল চৌধুরী, ছানা মিয়া, মিজানুর রহমান, রফিনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আল মামুন, ছাত্রলীগ নেতা মেহেদি হাসান চৌধুরী প্রমুখ।