শাবিতে ১০ম বার্ষিক গবেষণা সম্মেলন শুরু
স্মার্ট বাংলাদেশ গঠনে গবেষকদের এগিয়ে আসতে হবে —-ড. সাজ্জাদ হোসাইন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৩, ৯:১২:৫৭ অপরাহ্ন
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাস্ট রিসার্চ সেন্টারের আয়োজনে ১০ম বার্ষিক গবেষণা সম্মেলন (রিসার্চ ফাইন্ডিংস) শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে দুদিনব্যাপী এ সম্মেলন শুরু হয়।
শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসাইন।
তিনি বলেন, একটি স্মার্ট বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের গবেষণার ওপর নির্ভরশীল। স্মার্ট বাংলাদেশ দেখতে হলে বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এগিয়ে আসতে হবে। আমরা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়গুলো স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আরও বেশি গবেষণা নির্ভর সম্মেলন, গবেষণার পরিধিগুলো আরও বাড়াবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গবেষকদের বাজেট বাড়াতে, সুযোগ-সুবিধা তৈরিতে পাশে আছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ আলী, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। এতে শুভেচ্ছা বক্তব্য দেন, সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম। ধন্যবাদ বক্তব্য রাখেন সাস্ট রিসার্চ সেন্টারের সদস্য অধ্যাপক এ জেড এম মঞ্জুর রশীদ। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, পূবালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এবারের বার্ষিক গবেষণা সম্মেলনে ১৬টি টেকনিক্যাল সেশনে মোট ১৪৪টি গবেষণার ফলাফল উপস্থাপন করা হবে। চলতি বছর সাস্ট রিসার্চ সেন্টারে এক বছর মেয়াদি ১৪৯টি গবেষণা প্রকল্প, দুই বছর মেয়াদি ২৩টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়া এবার বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ থেকে ছয়টি ক্যাটাগরিতে ছয়জন গবেষককে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।