আখালিয়ায় জুতার কারখানায় আগুন: ক্ষতি লক্ষাধিক টাকা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৩, ৯:১৭:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর আখালিয়া নতুন বাজারের খাদরা আবাসিক এলাকায় অবস্থিত একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি।
সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার বেলাল হোসেন জানান, নতুন বাজারের খাদরা আবাসিক এলাকায় মালিক সায়েফ আহমদ নামের একজনের জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে টিনশেডের কারখানার ৪টি মেশিনসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।