বিআরটিসি চলাচলের প্রতিবাদ
সিলেট-জকিগঞ্জ সড়কে আজ থেকে পরিবহন ধর্মঘটের ডাক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৩, ৮:৩১:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সড়কে বিআরটিসি বাস নামানোর প্রতিবাদে সিলেট-জকিগঞ্জ সড়কে আজ সোমবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিকরা। সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।
সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ মো: জিয়াউর কবির পলাশ বলেন, গত কয়েক দিন ধরে বিআরটিসির গাড়িগুলো ‘নিয়ম নীতি না মেনে’ চলছে। তাই, আজ সোমবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সিলেট-জকিগঞ্জ রুটে ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন শ্রমিকরা। এতেও সমাধান না হলে সিলেট জেলা পর্যায়ে কঠোর কর্মসূচি পালন করা হবে।
এদিকে, কর্মসূচি ঘোষণা উপলক্ষে শনিবার রাতে সিলেট নগরীর দক্ষিণ সুরমার কদমতলীতে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে পরিবহন মালিক সমিতি ও জেলা বাস, মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম সভাপতিত্ব করেন।
সাধারণ সম্পাদক শাহ মো.জিয়াউর কবিরের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল মুহিম, সহ-সাধারণ সম্পাদক মবু মিয়া ও কোষাধ্যক্ষ আবদুস শহীদ, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সহসাধারণ সম্পাদক মো. হিরণ মিয়া, সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন, অর্থ সম্পাদক আমিনুজ্জামান জোয়াহির, দপ্তর সম্পাদক আবদুর রকিব প্রমুখ।
সভায় নেতারা বলেন, সিলেট-জকিগঞ্জ সড়কে চারটির বেশি বিআরটিসি বাস চলাচল না করা, প্রতিটি বাস আসা-যাওয়া বাবদ একটি করে মোট চারটি ট্রিপ দেওয়ার জন্য তাঁরা দাবি জানিয়ে আসছিলেন। দাবির পক্ষে ২৩ জানুয়ারি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দেন। কিন্তু দাবির প্রতি কোনো তোয়াক্কা না করে কয়েক দিন ধরে বিআরটিসি বাস যত্রতত্রভাবে চলছে। যার প্রেক্ষিতে শ্রমিকরা কর্মসূচি ঘোষণা করেছে।