চুনারুঘাটে গাঁজাসহ মাদক কারবারী আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৩, ৮:২৮:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : চুনারুঘাট থেকে ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারী আটক হয়েছে। আটক নজরুল ইসলাম (২০) চুনারুঘাট থানার চামোলতলী এলাকার বাসিন্দা কাছোম আলীর পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার তাকে আটক করে র্যাব-৯ এর একটি দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তির অবৈধ মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আটক ব্যক্তিকে চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়েছে। র্যাব-৯ এর মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।