সিলেটের ১৬ নাগরিকের উদ্বেগ
সৈয়দা রিজওয়ানা হাসানের ওপর হামলাকারীদের কঠোর শাস্তি দাবি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৩, ৮:৩০:১২ অপরাহ্ন
চট্টগ্রামে বেলা’র প্রধান নির্বাহী ও সুপ্রীম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসানসহ অন্য কর্মকর্তা ও সাংবাদিকদের ওপর হামলা ও আক্রমণাত্মক আচরণের প্রতিবাদ জানিয়েছে সিলেটের নাগরিক সমাজ। সিলেটের ১৬ বিশিষ্ট নাগরিকের পক্ষ থেকে এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে হামলাকারী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর জহুরুল আলম জসিম ও তার অনুসারীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা ও অভিযোগের দ্রুত ও বস্তুনিষ্ট তদন্ত দাবি করা হয়। পাশাপাশি দোষীদের কঠোর ও উপযুক্ত শাস্তি ও দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়, পরিবেশবাদীদের উপর অসাধু গোষ্ঠীর এমন আক্রমণ অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। এ ধরণের আক্রমণ প্রতিহত করতে হবে।
বিবৃতি প্রদানকারীরা হলেন, সুজন সিলেট জেলা কমিটির সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্যাহ শহীদুল ইসলাম শাহীন, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, ব্লাষ্ট সিলেট ইউনিটের সমন্বয়ক এডভোকেট মোঃ ইরফানুজ্জামান চৌধুরী, হাওর বাচাঁও আন্দোলন সিলেট জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক তাহমিনা ইসলাম, আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক, বাংলাদেশ মনিপুরি সাহিত্য সংসদের সভাপতি এ কে শেরাম, সনাক সভাপতি সমিক শহিদ জাহান, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি সিলেট বিভাগীয় প্রধান এডভোকেট সৈয়দা শিরীন আক্তার, এফআইভিডিবি’র নির্বাহী পরিচালক বজলে মুস্তাফা রাজী, একডো’র নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ, উদীচি সিলেট জেলা সভাপতি এনায়েত হাসান মানিক, সুজন সিলেট জেলা কমিটির কোষাধ্যক্ষ আব্দুল মুয়ীদ চৌধুরী, বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশন সিলেট জেলা সভাপতি ফয়সল আহমদ বাবলু এবং বেলা সিলেট-এর বিভাগীয় সমন্বয়ক এডভোকেট শাহ সাহেদা আখতার।
বিবৃতিতে বলা হয়, গত ২৬ জানুয়ারি বেলা’র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান এর নেতৃত্বে দৈনিক আমাদের নতুন সময়ের বিশেষ প্রতিনিধি অলীউর রহমানসহ বেলা’র অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকদের একটি দল চট্টগ্রামের উত্তর পাহাড়তলী এলাকায় অবৈধভাবে আকবরশাহ পাহাড়কাটা ও কালীরছড়া খাল ভরাট করে প্লট সৃষ্টি পরিদর্শনে যান। তাদের পরিদর্শনে অবৈধভাবে পাহাড়কাটা ও খালভরাটে অভিযুক্ত কাউন্সিলর জসিম ও তার সাঙ্গপাঙ্গরা বাঁধা প্রদান করে। তারা বিভিন্ন আক্রমণাত্মক অঙ্গভঙ্গি ও বাকবিতন্ডা করে এবং ধারালো অস্ত্রের মুখে পরিদর্শনকারীদের ভাড়া করা গাড়ি আটকে রাখে। পরবর্তীতে পুলিশের সহায়তায় চালকসহ গাড়ী উদ্ধার করা হলে পরিদর্শনকারীরা বায়েজিদ লিংক রোড হতে গাড়ীতে উঠার সময় কাউন্সিলর জসিমের সহযোগীদের দ্বারা হামলার শিকার হয়। এ বিষয়ে সৈয়দা রিজওয়ানা হাসান আকবরশাহ থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিবৃতিতে বলা হয়, আমরা কাউন্সিলর জসিম ও তার সাঙ্গপাঙ্গদের এমন ঔদ্ধত্বপূর্ণ ও সন্ত্রাসী আচরণের তীব্র নিন্দা জানাই। তারা আরো বলেন, কাউন্সিলর জসিমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুর্নীতির অভিযোগ তদন্ত করছে। তার বিরুদ্ধে পাহাড়কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তর আকবরশাহ থানায় মামলা দায়ের করেছে। কাউন্সিলর জসিমের মতো ব্যক্তিদের কারণে রাজনীতি কলুষিত হচ্ছে এবং ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার লালসায় প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ ধ্বংস হচ্ছে।-বিজ্ঞপ্তি