অচল পয়সা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৩, ৮:৪১:৫৩ অপরাহ্ন
মাওলানা আব্দুল হান্নান তুরুকখলী
২০২২ সালের জনশুমারী অনুযায়ী, দেশে ৬০ বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা ১ কোটি ৫৩ লাখ ২৬ হাজার ৭১৯, যা মোট জনসংখ্যার ৯ দশমিক ২৮ শতাংশ। ২০১১ সালের জনশুমারীতে এ হার ছিল ৭ দশমিক ৪৭ শতাংশ। দেশের মানুষের গড় আয়ু বেড়ে যাওয়ায় প্রবীণ মানুষের সংখ্যা বাড়ছে। অথচ দেশে দেশে প্রবীণ মানুষেরা ক্রমেই ‘অচল’ আর ‘নিরুপায়’ হয়ে পড়ছেন। পরিবার-সমাজে কোণঠাসা এসব মানুষ দিন দিন বোঝা হয়ে উঠছেন। একসময়ের দোর্দণ্ড অভিভাবকরা চলে যাচ্ছেন অন্য কারো অভিভাবকত্বে, অন্য কোনো ঠিকানায়। প্রবীণরা আজ বড়ই অসহায়। প্রবীণদের প্রতি আজ যথাযথ সম্মান প্রদর্শন করা হচ্ছে না। এটা অত্যন্ত দুঃখজনক।
প্রবীণরা যে আজ সমাজের সর্বত্রই অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত হচ্ছেন তা প্রতিদিনই সংবাদপত্রে অত্যন্ত ফলাও করে ছাপা হচ্ছে। ২০২২ সালের কথা, মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হন্যে হয়ে খুঁজে ফিরছেন এক মুরব্বির অভিভাবকদের। এক গোরস্থানে পড়ে ছিলেন এই প্রবীণ নারী। তাঁকে এমন অবস্থায় ফেলে দিয়েছেন তাঁর সন্তানেরা। সড়কের পাশের এক দোকানির কাছ থেকে পুলিশ জানতে পেয়েছে, গত ২৮ অক্টোবর (শুক্রবার) দুপুরে একটি ভ্যানে করে এক তরুণ এই বৃদ্ধাকে স্কুলের পাশে সেতুর ওপর রেখে চলে যান। তখন ওই দোকানি বুঝতে পারেননি, এই বৃদ্ধাকে ওই তরুণ ফেলে গেছেন। বিকেলে ওই বৃদ্ধ নারীর কাছ থেকে জানতে পারেন, তাঁকে তাঁর সন্তান এই সেতুতে রেখে চলে গেছেন। যাওয়ার সময় বলে গেছেন, তাঁর জন্য খাবার আনতে গেছেন। কিন্তু ওই বৃদ্ধ মায়ের সন্তান আর ফেরেননি। ওই বৃদ্ধ নারী বলেছিলেন, তাঁর বাড়ি আমগ্রাম এলাকায়। মাদারীপুর সদরের তাঁতীবাড়ি এলাকার লোকজন ওই প্রবীণ নারীকে আশ্রয় দিতে চাইলে তিনি রাজি হননি। বেছে নিয়েছেন রাস্তার পাশের এক পরিত্যক্ত গোরস্থান। আগেও এমন অনেক ঘটনার খবর সংবাদ মাধ্যমে এসেছে। নারায়ণগঞ্জে অসুস্থ বৃদ্ধ মাকে রাস্তায় ফেলে গেলেন সন্তানেরা; চাঁপাইনবাবগঞ্জে অসুস্থ বৃদ্ধ মাকে রাস্তায় রেখে গেছেন ছেলে। সিরাজগঞ্জে অসুস্থ বৃদ্ধ মাকে রাস্তায় ফেলে যান সন্তানেরা। হাজার হাজার এমন দুঃখজনক সংবাদ আমরা পত্রিকা পাঠ করে জানতে পারি।
আমাদের সমাজে প্রবীণদের অবস্থা অত্যন্ত নাজুক। বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের নলচিড়া গ্রামের শাহজাহান মৃধা সম্পত্তির কোনো ঝামেলা রাখেননি। মৃত্যুর ২০ বছর আগেই তিনি ৬৪ শতাংশ জমি স্ত্রী হালিমা বেগমকে লিখে দেন। ছেলেমেয়েদের দয়ার পাত্র হওয়ার হাত থেকে স্ত্রীকে বাঁচাতে চেয়েছিলেন তিনি। স্বামীর মৃত্যুর পর হালিমা বড় ছেলে মাহবুবের কাছে থাকতেন। তবে মায়ের নামের ৬৪ শতাংশ জমি তিনি নিজের নামে লিখে নিতে নানা ফন্দিফিকির করছিলেন।
তার মনে হয়েছিল, মা মারা গেলে তার জমির ভাগ অন্য ভাইবোনেরা চাইতে পারেন বা মা গোপনে তাঁর ছেলেমেয়েদের মধ্যে ৬৪ শতাংশ জমির বন্টননামা করে দিতে পারেন। চেষ্টার এক পর্যায়ে সফল হন মাহবুব। মায়ের জমি তিনি নিজের নামে লিখে নেন। এর কিছুদিন পরই মাকে ঘর থেকে বের করে দেন তিনি। হালিমা শেষ পর্যন্ত বাজারের এক দোকানে আশ্রয় নেন। গত ২০২২ সালের জুনে বরিশালের গৌরনদীর হালিমা যখন জমি হারিয়ে নিঃস্ব, ঠিক সে সময়ে যশোরের চৌগাছা থেকে আরেক হতভাগিনী মায়ের খবর পাওয়া যায়। উপজেলার হাকিমপুর ইউনিয়নের তজবীজপুর গ্রামের আছিরন বেগমকে তাঁর ছেলে ফেলে রাখেন একটি জরাজীর্ণ ঘরের বারান্দায়। মাটির ঘরের জংধরা টিনের ছাউনি দিয়ে পানি পড়ে, নেই আলো। অন্য ভাইবোনদের বঞ্চিত করে আগেই মায়ের জমি নিজের নামে লিখে নেন সেই ছেলে। বৃদ্ধ মা মলমূত্র ত্যাগ করে একটি ছেঁড়া কম্বলের মধ্যেই দিনের পর দিন পড়ে থাকেন। দিন কাটে খেয়ে না খেয়ে। তাঁকে কেউ গোসল বা পরিষ্কার করায় না। কোনো প্রতিবেশী যদি কখনো পরিষ্কার করে দেন সেটাই সই। অথচ ছেলে থাকেন ফ্ল্যাট বাড়িতে। শেষ পর্যন্ত ইউএনও ইরুফা সুলতানার হস্তক্ষেপে আছিরনের একটা গতি হয়। সেই ব্যবস্থা কতটা টেকসই হবে, কে জানে। পরের ইউএনও ফলোআপ করবেন? (প্রথম আলো: ৯ নভেম্বর-২০২২)।
আমাদের সমাজে প্রবীণরা অবহেলিত হওয়ার মূল কারণ ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাব। নৈতিক শিক্ষার অভাবেই সন্তানরা পিতামাতার সেবা করে না, পিতামাতাকে শ্রদ্ধা করে না, ছোটরা বড়দের সম্মান করে না। প্রবীণদের সম্মান ও সেবা করার প্রতি হাদীসে অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে। (১) হযরত আনাস (রা:) বর্ণিত হাদীসে রাসূল (সা:) ইরশাদ করেন, যে যুবক কোনো বৃদ্ধকে বার্ধক্যের কারণে সম্মান করবে, নিশ্চয়ই আল্লাহপাক তার বৃদ্ধাবস্থায় এমন লোক নিয়োজিত করবেন, যে তাকে সম্মান করবে’ (তিরমিজী ২য় খণ্ড, বাবু মা জাআ ফি ইজলালিল কাবির: পৃষ্ঠা-২২, মিশকাত: পৃষ্ঠা-৪২৩)। (২) হযরত আবু মুসা আশআরী (রা:) বর্ণিত হাদীসে রাসূল (সা:) ইরশাদ করেন, ‘বৃদ্ধ মুসলমানকে সম্মান করা এবং এমন কুরআনে হাফিজকে সম্মান করা- যে তাতে বাড়াবাড়ি করে না এবং উহার হক আদায়ে ত্রুটি করে না এবং ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা আল্লাহকে সম্মান করার নামান্তর। (আবু দাউদ, বায়হাকী, মিশকাত: পৃষ্ঠা-৪২৩)। (৩) হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রা:) বর্ণিত হাদীসে রাসূল (সা:) ইরশাদ করেন ‘যে আমাদের ছোটদের স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, ভালো কাজের আদেশ করে না এবং মন্দ কাজ থেকে নিষেধ করে না- সে আমাদের দলভুক্ত নয়’ (তিরমিজী)।
লেখক : প্রাবন্ধিক ও কলামিস্ট।