সিলেটে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠান কাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৩, ৮:৪৮:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : তৃণমূলে সংগ্রামী নারীদের উজ্জীবিত করতে সিলেট জেলার ৫ আত্মপ্রত্যয়ী এবং সংগ্রামী নারী পাচ্ছেন শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা। আগামীকাল মঙ্গলবার বিকেল ৩ টায় সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে পাঁচ ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতাদের হাতে সম্মাননা তুলে দেয়া হবে।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদান করবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোল ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভিন। সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: নিশারুল আরিফ।
সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ ও সিলেট মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহিনা আক্তার এতে সকলের উপস্থিতি কামনা করেছেন।