নগরীতে ভারতীয় চিনিসহ চোরাকারবারী আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৩, ৮:৪৯:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর কতোয়ালী থানা এলাকা থেকে শুল্ক ও কর ফাঁকি দেওয়া ভারতীয় ১ হাজার ৮৫০ কেজি চিনিসহ এক চোরাকারবারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। আটক দেলোয়ার হোসেন (৩৫) জৈন্তাপুর উপজেলার পূর্ব লক্ষ্মীপ্রসাদ গ্রামের নূর উদ্দিনের ছেলে। র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম প্রেরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, গত শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুল্ক ও কর ফাঁকি দেওয়া ভারতীয় ১ হাজার ৮৫০ কেজি চিনি উদ্ধার করে ওই ব্যক্তিকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি চোরাচালানের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরসহ তাকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।